সত্য দ্বাপর ত্রেতার গমন,
কলি এখন শুধুই প্রবাহমান।
নারী শক্তির ছিলো পুজন,
ইতিহাসে কেবলই এখন দৃশ্যমান।
চারিদিকে দেখি অশনি সংকেত,
রক্ষাকবচেরা করে প্রত্যাখ্যান।
পথে-ঘাটে অভিশপ্ত,
নারীর মন আজ হয় অপমান।
এখন নয়তো শুধুই তারা,
রক্ষাকবচেরাও আজ দিশেহারা।
প্রভাব পড়েছে কালের যাদের,
নাগপাশে হয় সর্বহারা।
কাঠগড়াতে দাঁড়িয়ে ওরাও..
অপমানের বিষ করেছে পান।
সেদিনের ওই রক্ষাকারী,
আজ বিচারে মিথ্যা ব্যভিচারী।
কলির যুগে সবই উল্টো,
প্রলয় ডঙ্কা শুনছে নিনাদ।
আসল যখন বিচার হলো,
দেখি সবই অবিচারের ফাঁদ।