কিছু বিভেদ খুব পীড়াদায়ক,
এখন চরম অসহনীয় হচ্ছে আপাদমস্তক ।
স্বল্প সময়ে মনে করাচ্ছে....
এ এক যেন ঋনের বোঝা !
কিন্তু কেনো ?
সবকিছু আছে-জানেও সবকিছুই,
তবু বড় দেরি হয়ে গেছে বলে অযথা !
কিছু ছুঁতো,কিছু খুঁত নিয়ে পথ চলে কার্যতঃ !
হয়তো বুঝি সবটাই,তাও চেষ্টা আছি জোরদার ।
তারা একটা আয়নার মতো কাহিনী বানায়,
আসলে চোখের অন্ধত্বে ভালো দেখতে না পায়।
তারপর একদিন এক যাবার সময়,
শেষ সত্যি কথা বলে যায় ।
ভালোবাসা নাকি,
ছেড়ে দিলে নাকি কাছে আসে,
চিরদিন কাছে থেকে যায়;
বাইরে গেলে চোখ ফোটে তবু কাছে থাকে।
এখন দেখি কেউতো নিখুঁত নয়,
শুধুই খুঁত ধরে যায় ।
এত ছেড়ে দিয়েও সব ভুলে গিয়ে,
মিছেই মানের পিছনে হাঁটে একটা মিথ্যা নিয়ে
অপমান দিয়ে বয়ে চলে যায়।