সেদিন শেষবারের মতো আসি বলে-
যখন স্টেশনে হাত নেড়েছিলাম,
বিদায় দিতে তুমি দাঁড়িয়েও ছিলে ।
তখন শ্রাবণের বারিধারা অপ্রতিহত-
শুধু নভোমন্ডলের জীমৃততে না থেকে,
তোমার আঁখি পানে নেমেছিলো।
তোমার অক্ষি বৃষ্টিতে ডেকে আনা সেই প্লাবণ-
দেখেছিলাম নিশ্চুপ নিরবতা মেখে।
সকল ইপ্সাগুলোর হয়েছিলো পরিসমাপ্তি।
তবু আজও মনে পরে তোমাকে দামিনী,
অনুভূত হয় প্রতিটি তরঙ্গ নিশিথিনীতে।
হাতে আজ যখন তুমি এই চিঠি পাবে-
তখন অদৃষ্টের অভিরুচি একটা প্রাবরণ দিয়ে,
আমাকে ঢেকে দিয়েছে।
সেদিনের তোমার অভিমানের উওর আজ
আমি যে শুধুই তোমাকে ভালোবেসে ছিলাম
তাই স্বার্থপর হতে পারিনি।
জানতাম জীবনে এসেছে নিয়তির ডাক,
মধুমাস চির নির্বাপিত হবে-
তাই সব জেনে তোমাকে ছেড়ে গেলাম।
থাক না আমাদের মুহূর্তেরা অবিনশ্বর হয়ে,
ঈশ্বরীয় প্রেমের অবগাহনে মিশে।