মন্ত্রমুগ্ধ হয়ে ছিলাম সেদিন,দেখে সেই রহস্যময় হাসি
স্বপ্ন ছিল,মনের বাসনা ছিল,বাসা বাঁধার তোমার কাছে
অন্ধের তুমি যষ্টি হবে,হবে কি মোর মন প্রাণের সাথী ।
কত অজানা প্রশ্ন, হয়েছিল মনের কোণায় জমা
ভেবেছিলাম মনের সব মলিনতা,জীবনের যত আক্ষেপ নিয়ে
তোমার কথা,তোমার ভাষা নিয়ে হবে এক সাথে পথ চলা ।
ভবিষ্যতের ভালবাসার কথা,নতুন করে স্বপ্ন দেখা
তোমার চোখে কবে হবে নতুন জীবনকে পাওয়া
তুমি যে মোর জীবনের সন্ধ্যা আকাশের হবে ধ্রুবতারা ।
দেখেছিলাম স্বপ্ন,ভেবেছিলাম কত আশা,বুঝিনি কঠিন বাস্তব
গভীর অন্ধকারে মায়াজালে,তৈরি হয়েছিল এক গভীর ষড়যন্ত্রের
হয়েছিলো ভুল,করেছিলাম বিশ্বাস, মিথ্যে ছিল তোমার সেই স্বপ্নের হাসি,ছিল যে সবই অবাস্তব।
তুমি তো ছিলে এক মিথ্যা,অনাচারী,মায়াবী নারী কপটময়ী
নতুন কোনও অবাস্তব স্বপ্নের লালসায়, তুমি যে নিজেকে হারিয়েছ
তাই তুমি অবাঞ্ছিতও,দিয়েছ নিজেকে বিসর্জন আপন মনের কালিমায়
আজ তুমি তাই নিঃসঙ্গ এক পরাধীন,পরিতপ্ত,নির্বাসিতও,অবাঞ্ছিত মায়াবী অতীত ।
সঞ্জয় কুমার মুখোপাধ্যায়
৯৮৩১৮৪০১৯৬
কলিকাতা
http://www.tarunyo.com/sanjukolm/blog/post20140122072209/