#
বহুদিন বাদে আকাশবাণী শুনলাম,
সেই উদ্দীপ্ত কণ্ঠস্বরে-
আবেশিত ভাবনায় নিজেকে হারালাম।
ভোরের আলোয় পুণ্যস্নান,
তারপর ঋষি দেবতা পূর্বসূরির আহ্বান-
অবশেষে তর্পণ।
#
কি যে হয় সব করে ?
শুভ না অশুভ কার ধারধারে ?
#
আমি করেছি -
এই উপাসনায় মাতৃকেন্দ্রিক সভ্যতার আহ্বান,
যেমন সমুদ্র সৈকতে হয়েছিলো শক্তির বোধন।
আমি জানি-
সমতলে নিশ্চয়ই এক শুভক্ষণ ।
নচেৎ কেন আজ শতশত পুরুষেরা করে ওদের বোধন ?
যাদের বক্র উপত্যকাকে এরা করেছিলো শোষণ।
#
আজ সেই শুভক্ষণ যখন সবাই করেছি জলদান,
যাতে বিসর্জিত হয় সকল অপমান।
তাই তো আজ শেষ হবে পিতৃপক্ষের অবসান,
সূচনায় দেবীপক্ষের আহ্বান।
আশা আবার কলিযুগে হবে নতুন সিন্ধু সভ্যতা।