এক একটি ছবি,
এক একটি মৃত্যু-
ক্ষমতার প্রলোভিত জ্বলন্ত ফাঁস।
আবৃত মৃতদেহ অজানা রহস্য,
কয়েকদিনের আলোড়ন এক প্রথা।
দড়ির ফাঁস গুলো আজ খবর,
ক্ষনিকের কাগজে জলছবি..
নানা রঙের ফাঁস ক্ষমতার উপর।
দেশের পতাকা রঙের রঙগুলো,
একে অপরের জায়গায় প্রবল..
স্থানচ্যুত কবার জন্য আজ সবল,
তবু অশোকের স্তম্ভিত স্তম্ভ প্রবল।
ক্ষমতার স্বপ্নগুলোর দিচ্ছে জটিলতা,
জটিল পাকিয়েছে দিচ্ছে ভয়াভয়তা।
ইতিহাসে ব্রুটাসের ভাবনাতেও ছিলো-
সম্রাজ্যের পতন।
বন্দুকের নল স্তুপাকার প্রাণহানি,
সব দেখেছে প্রহসন..
ক্ষমতার অপব্যহার দর্পচূর্ণ,
মানুষের জীবনগুলো শান্তহীন।
পতাকা এখনো উড়ছে খোলা মনে,
মানুষের মনে সাদা রঙের আবেদনে।।