আজ মনটা উদাস,
দুটি আঙ্গুলের সম্পর্কের মাঝে-
একটা ফারাক অনুভূতিতে,
সেদিনের সমর্পণ কি শুধুই স্মৃতিতে ?
দেখা কি হবে না দুজনের ?
আজ হঠাৎ ভয় পাচ্ছি উড়তে,
আকাশে মুক্ত বিহঙ্গ হয়ে।
যেন ঘুড়ির উড়ে যাওয়া না হয়?
মনের যে অশ্রুগুলো দিয়ে,
প্রেমের নৌকা ভাসিয়েছিলাম-
ভয় হচ্ছে ডুবে না যায় প্লাবনে।
তাই তো সাবধানে তোমার-
দেওয়া ছাতা নিয়ে বেড়োলাম।
যাতে হৃদয়ের আগুন নিভে না যায়,
বৃষ্টির আসবে বলে...
এখন আকাশে আর ঘুড়ি ওড়াবো না,
শুধু ঘুড়ি বানাবো তোমাকে সাথে নিয়ে।