তুমি হারিয়ে গেছো চিরতরে আমার মনের মাঝে ,
চলে গেছো ওই কৃষ্ণসাগরের অজানা কোন দ্বীপে,
আঁধার রাতে তোমায় আর পাই না কেন খুঁজে,
চাঁদের জোৎস্নার হাসি দেখি বিরহের বিষন্ন রাতে,
একা তুমি কেন ভালোবাসার কাঙালকে ফেলে গেলে।
আজ তুমি দূরে বহুদূরে কোন অজানা পথে চলে গেলে,
ভুলবো না তোমায় যেখানেই থাকো তুমি আমায় ভুলে,
বলবো শুধু তুমি সুখে থেকো ভালোবেসো আমায় মনে,
অন্তরের স্মৃতিগুলো তোমার হৃদয়ের মনিকোঠায় রেখে,
আমি থাকবো চির অপেক্ষায় তোমায় কাছে পেতে।