আমার গহন মনের আঙ্গিনাতে লুকিয়ে আছে,
তোমার কাজললতার আঁখি ।
মনের অন্ধকারে হ্নদয় মাঝে দীপ জ্বেলে যায়,
তোমার সম্মোহিতো লজ্জামূখর ওই হাসি ।
প্রথম প্রমের মধুরতা ঘুচায়ছে যত বাধ্যকতা,
সময়কালের প্রবাহ আনে সরল মনের জটিলতা ।
দূর গগনের স্নিগ্ধ তারা,ঘন মেঘে লুকিয়ে থাকা
ঠিক যেন ঢেকে রাখে তোমার মনের সেই চপলতা।
আজ আমাদের আন্তঃসুদ্ধির নতুন করে পথ চলা,
পুরানো সেই দিনের প্রলেপ যত প্রবাহিত যে আঁখিজলের ধারায়।
রজনীর যত কালিমা আজ দূর হয়েছে সেই দীপের আলোকধারায়।
গগন মাঝে দীপ জ্বেলে যায় উত্তরের ওই ধ্রুবতারায়।
কিসের আশা,কিসের পাওয়া সব মিথ্যে জটিলতা,
শুধু শাশ্বত হোক মোদের প্রথম ভালোবাসা ।
আবার ওই অন্ধকারে হ্নদয়ের মাঝে,
দীপ জ্বেলে যায় তোমার সেই সম্মোহিতো
লজ্জা মূখর ওই হাসি।
চোখে যেন ভাসে শুধু তোমার ওই
কাজললতার আঁখি ।