খুব ভুল করেছো -আমার মন ভেঙে গেল,
মনটা ছিলো নরম -তাই ছুঁড়ে ফেলে, ছড়িয়ে দিলেই হল ?
জানি অন্ধত্বের জীবন আছে তোমার মনের জানলায়,
তাই বাঁধা সরিয়ে এখন সব পথ ব্যর্থ ।
শৃঙ্খলিত ভাবনাগুলো , ওদের নিয়ে যতোই হও রপ্ত,
আসলে এসব নিজের গলা নিজে টিপে হত্যা করার ষড়যন্ত্র ।
তুমি খুব ভুল করেছো - আমার মনকে ভেঙে,
মনটা ছিলো নরম -তাই ছুঁড়ে ফেলে, ছড়িয়ে দিলেই হল ?
সঠিক পথ তোমার মনই জানে, তোমার কথা আমার মন,
এখন মানুষের মন খুবই সস্তা -তাই ছুঁড়ে ফেলে, ছড়িয়ে দিলেই হল ।