সম্পর্ক রাখতে গিয়ে ঠিক ঠিক রাখা গেলো না,
ভালো রাখাটা অনেকটাই জানা তবুও অজানাই রয়ে গেল ।
#
চারপাশে মনটা ভীষণ জ্বলছে প্রচণ্ড প্রহসন,
বাঁচো,বাঁচো,বাঁচো রে মনকে ভালবাসার ডাকটি দিও।
ভাল করে অন্যের মন নিয়ে নিজের মনকে চেনো,
তারপর অপরকে ভালোবাসো।
#
চারপাশে মনটা ভীষণ জ্বলছে প্রচণ্ড প্রহসন,
সম্পর্কের ভাঙ্গন রুখতে রুখতে একটা আসল মন মরে গেল,
বাঁচার কথা ভাবতে গিয়ে সে একদিন সে নিজেই ভেসে গেল।