আমি জন্মেছি এই দেশে,
গোলাপের ভালোবাসা হৃদয়ে নিয়ে।
বিভেদের মাঝে একতা বেঁচে,
আমার জন্মভূমি ভারতবর্ষ হৃদয়ের মাঝে।
স্নেহের পরশ মায়ের কোলে,
ভালোবাসার ঝর্ণা মনে ঝরে ।
কতশত বলিদান দেশপ্রেমে,
আমার জন্মভূমি ভারতবর্ষ হৃদয়ের মাঝে।
বীরপুরুষ সব জন্মেছে এই দেশে,
আত্ম বলিদানে শহীদ স্মৃতি জেগে মনে।
গৌরবময় ইতিহাস সাক্ষী মনে,
আমার জন্মভূমি ভারতবর্ষ হৃদয়ের মাঝে।
যুগ যুগ ধরে ভারতবর্ষ বন্দনার ভূমি,
এই দেশ চিরকাল তর্পণের ভূমি।
আমার ভারতবর্ষ অর্পণের ভূমি,
আমার জন্মভূমি ভারতবর্ষ হৃদয়ের মাঝে।
স্বাধীনতা সব মানুষের মনে বেঁচে,
প্রজাতন্ত্র জাতীয়তাবাদ মনে।
কাশ্মীর থেকে কন্যাকুমারী ভ্রমনে,
আমার জন্মভূমি ভারতবর্ষ হৃদয়ের মাঝে।
অশোক চক্র তিরঙ্গা রং বুকের মাঝে,
মহা মণীষীদের বানীতে জীবন কাটে।
বাঘের মতো সাহস নিয়ে,
আমার জন্মভূমি ভারতবর্ষ হৃদয়ের মাঝে।