মৃত্যুর উপদ্রব দেখেছি চারপাশে,
মনের অগোচরে অজানা আহ্বানে।
মৃত্তিকার নীচে চাপা ইচ্ছে মন দেহ,
মনুষ্যত্বের গন্ধ ভুলে প্রতিহিংসা প্রিয়।
মৃতদেহ সারি সারি ধর্মের প্রবঞ্চনা দেখে,
মননে স্মৃতিগুলো আজও কন্টকে বেঁধে।
মৃন্ময়ী চিন্ময়ী দেশ মাতৃকার প্রেমে বলি হলে,
মানবতার সেবায় আত্মহূতি যারা দিলে।
মৃত্যুঞ্জয়ীরা মনে রোজ মরেও বেঁচে আছে,
মানুষের মনে রোজ অবিস্মরনীয় হয়ে থাকে।
মৃগাঙ্ক প্রত্যহ মনে জ্বলে উঠে আত্মবিশ্বাসের,
মায়ের জন্যে আত্মবিসর্জন আত্মগৌরবের।