মহাকাশে বিশ্বব্রহ্মাণ্ডের সন্মুখে মূহুর্ত্তের জীবন
জীবনতো ভোরের ফুল চলার পথের মায়াকানন ।
হোক না তাতে কলঙ্কের ক্ষনিকের রেখাপাত
মান অভিমানে দুঃখ বেদনায় সুখ শান্তির কথন।
জয় পরাজয়ের সত্যি মিথ্যা সব আপন কর্মের সৃষ্টি
মায়াজালের মায়াকাননে আবদ্ধ সৃষ্টির সব গতিপ্রকৃতি।
চেতনার প্রকাশ থাকে না অবরুদ্ধ মনের মাঝে
হিংসা দ্বেষ ভয় কুলষিত অবচেতন মনের হৃদয় সাজে ।
পাঁকে পদ্মপাতার মাঝে পদ্ম প্রষ্ফুটিত হয়
মহৎকাজে উৎসর্গ হয় ।
হৃদয়ে পদ্ম প্রষ্ফুটিত হবে কবে
প্রকৃত চেতনার অনুধাবন হবে যবে ।
মনকে জলের সমগোত্রে রেখে
হৃদয়কে মুক্ত আকাশে ভাসিয়ে দিয়ে
শুধু আনন্দ আশ্রমের সুখে নিমজ্জিত হতে
চলোর পথে মায়াজালের বিসর্জনের সাথে ।