এখন রাত্রি দ্বিপ্রহর,
রোজ জেগে থাকি জীবনভর ।
স্বপ্নগুলো মনে লুকিয়ে রাখি,
ভাবনাগুলো নিয়ে বেঁচে থাকি ।
দক্ষিণা বাতাস বয়ে আসে,
বসন্ত মনে ঢেউ দিয়ে চলে যায়।
যখন আবেগের শেষ হয়,
মন স্বপ্নগুলোকে ছুঁতে চায় ।
আমি মনের পাতায় এঁকে যাই,
কখনও মনের বাঁধন ভেঙেও যায়।
যখন স্বপ্ন সব হারিয়ে ফেলি,
আমি মনের পাতায় তাই এঁকে রাখি ।
এখন রাত্রি দ্বিপ্রহর,
তাই রোজ জেগে থাকি জীবনভর ।