যখন আমি থাকবো না আর,তুমি খুঁজো আমারে সন্ধ্যাতারার মাঝে।
আমার চুপ করে যাওয়া শব্দ শুধু থাকবে তোমার মনের পাশে।
নিষ্ঠুর নয়, এই পরিনতি তো তোমার অজানা ছিল না কভু,
তবু মোরা দুজনা কেন ছুটছিলাম মিথ্যা প্রলোভনের পিছু ।
জীবনের সেই ভোরবেলাতে ওই পদ্মপাতায় বৃষ্টির জল তো ছিল,
দিনের শেষের বিন্দুতে তা পুষ্করিণীতে মেশে।
ভালোবাসার রঙিন স্বপ্ন তুমি ভুলে যেও না যেন
বিরহের সেই দুঃস্বপ্নকে আপন করে নিও।
মিথ্যা ওই প্রলোভনে তাই হয়তো ছিল ভুল,
কলহ তবে হয়েছে মোদের সে ছিল অজানা ভুল।
আগে পরে যাবার বেলা আসবেই একদিন যেন,
ভালোবাসার প্রলেপ গুলো আপন অন্তরে রেখ ।
ছিল না কভু ফাঁকি মোর সেই ভালোবাসায়,
মন মর্মে লুকিয়ে রেখ চিরদিনে আমায় ।
হোক না পথ লম্বা কিম্বা ছোট
ভালো লাগা সেই দিনগুলো মোদের হোক বড় ।