কাল রাতে স্বপ্নের সাথে দেখা হলো..
একটু আলাপ আর কবিতায় কথা..
তারপর ভালোলাগার ঢেউয়ে ভাসা,
ছিলে সত্যি অনুভবে তুমি..
হয়তো আবেগের উজান ছিলো,
স্ফুলিঙ্গের বিচ্ছুরণ ছিল কথায়-
হারানো ভয় ছিল মনে...
কিন্তু ভালোবাসার দহনের কাছে,
ইচ্ছে তোমাকে নিয়ে স্বপ্নে দেখার ।
এখন সকাল আগত নববর্ষের আলো
হয়তো পথ দেখাবে দেখাবে নতুন
ভালোবাসার স্বপ্ন....হোক সত্যি মন ।