ঝুলন্ত দেহের কাহিনী পথেঘাটে,
একদিনের আন্দোলনে দেশের সবাই ভাসে।
পতাকা এখন নানা রঙের প্রভাবে অস্থির,
দলের নেতাদের মগজ দেখি মতিস্থির।
রঙগুলো সব মিশে আজ একাকার,
রক্তিমতায় স্নান করে লেলিহান অগ্নি শিখার।
প্রচার সব বিক্রয় কর আদায় সংবাদে,
জনজীবনের স্থবিরতা হীনমন্যতা অবসাদে।
রিপোর্ট তলব করেছে আইন আদালত অহরহ,
প্রতিবাদী ধর্মঘটের ডাক ধর্মের নাম সহ।
বিনোদন ডেস্ক মিছিল,মিটিং কত প্রচারে-
মিডিয়ারা ক্যামেরা নিয়ে সবখানে ছোটে।
চারিদিকে আপন প্রচারে বরাদ্দ অংশ,
ভাইফোঁটার তহবিলের একাংশ।
মাথায় টুপি ঢেকে আদায় ভোট ব্যাঙ্ক,
ধর্ম নিয়ে পতাকা ভেজে রোজ লাল রঙে।
ঝুলন্ত দড়ি বেনামী বলিদান-
শুধু স্মৃতি লেখায়...
হারিয়ে যায় রোজ নতুন খবরের পাতায়,
আজ নগর উন্নয়নে মানুষের কথায়।
দলগুলো পতাকার রঙের অবমাননায়-
দেশভক্তি হয় সব লুন্ঠন হাল খাতায়।