মুখোশ তো সবাই পড়ে,
আনন্দে নাচে গানে
কোথাও নিজেকে লুকানোর তালে
মুখোশের আড়ালে কত না বলা কথা
দিনে রাতে মুখ মুখোশে ঢাকা।
মুখের সৌন্দর্য্য রাখে ঢেকে,
মনের গোপন প্রকাশ মুখোশে ঢেকে,
মুখোশের আড়ালে দুনিয়ার দূর্নীতি বেঁচে,
মানুষের আত্মগোপন মুখোশ পড়ে।
মানবতা মুখোশের আড়ালে কোথাও,
মানুষ চোখের চাহনি ঢাকে,
কালো চশমা পড়ে কত লোকজন,
মুখোশের আড়ালে স্বপ্ন দেখে।
রামলীলা ছৌনাচে কথাকলি মুখোশ দেখে,
আনন্দে যখন মন সবার নাচে
কালো মুখোশের আড়াল করে সন্ত্রাসীদের,
কত নির্দয়ভাবে হত্যালীলা চলে ধর্মের নামে,
মুখোশ আসলে মনের পাপ ঢাকে।