হয়ত অভিশপ্ত ছিল দিনখানি,
নির্সঙ্গ জীবনের সকাল।
ছিল অদেখা অদৃষ্টের হাতছানি,
স্বপ্ন নিয়ে পথ চলা কাল।
আগামী দিনে ঘর বাঁধার স্বপ্ন,
বুকে কত আনন্দের রেশ।
প্রেয়সী সাথে কথায় তুমি মগ্ন।
পথের যান্ত্রিক উন্মাদনায় সব শেষ।
একবুক স্বপ্নের ভালোবাসা স্তব্ধ,
শুধু শূন্যতা ভালোবাসার প্রয়াসী রাতে।
তুমি নির্জীব প্রাণহীন দেহে বদ্ধ,
সব শেষ ঘর বাঁধার স্বপ্ন আঘাতে ।
আগামী কালতো ছিলো শুভ লগ্ন,
দুটি মনে এক হবার স্বপ্ন।
কি বলবো তাকে হৃদয়ের হরতাল ?
এমনও দিনে কি বলা যাবে তাকে,
তুমি নেই সে আর পাবে না তোমাকে ।