আমার শিরায় শিরায় প্রেম এক স্রোতসীনি,
অপেক্ষায় থাকি পরশে দেবো বিশল্যকরণী।
লোহিত কণাতে প্রত্যহ পোড়ে মনের অমিল,
তোর চোখের না বলা আজ হৃদয়ে শক্তিশেল।
অজানা কারণ আড়ালে যুদ্ধ,
মন আজ শুধুই বিক্ষুব্ধ।
স্নায়ুতন্ত্র জানান দেয় আগামী প্রতীক্ষার,
শুধুই মনের কারখানা দেয় তোর ডাক।
প্রেমের অভিলাষার পথে হাঁটতে হাঁটতে,
বিগত ক্ষতগুলো আজ হয়েছে নির্বাক।
আশায় ভাঙা হৃৎপিণ্ডের ক্ষত,
জোড়া লাগাবে বিশল্যকরণী হবে অক্ষত।