ঘৃন্যতা আজ পেয়েছে বন্যতা..
অসহনীয়তা হযেছে প্রতিবন্ধকতা।
মাটির বুকে এঁকেছে লাল রঙ,
বিদীর্ণ হয়েছে কত সকাল।
করেছে রক্তিমতার স্নান,
মলিনতা রং হয়েছে অম্লান।
পূবের আকাশ উদীয়মান,
পশ্চিমে হয়েছে স্মৃয়মাণ ।
জীবনের প্রহরগুলো এক প্রহসন,
শুধু মুক্তি আর যুক্তির অবগাহন।
ঘৃণ্যতার কালো পাঁকে ফোটার অপেক্ষার,
এক নতুন শ্বেত পদ্মের জন্মের অধিকার।
বিবেকের আলো জ্বালানোর হৃদয় শিখা,
যার অগ্নিশিখা....ঘৃন্যতা উন্মত্ততা নিভিয়ে...
বঞ্চনা আর গঞ্জনার
দেবে প্রেমের মধুর উষ্ণতার ইতিহাস ।