তোমার দানের অলঙ্কারে দ্বীপ জ্বেলেছি মনে
দূর্গম গিরি পার করেছি তোমার শিক্ষাদানে
তোমার আশীষ মস্তকে নিয়ে আত্মবিশ্বাসে
দানের আলোয় আলোকিত মোরা গর্বিত
তোমার শিক্ষাদানে।
জীবনের প্রথমে তোমায় মাতৃতের রূপে পেয়েছি
মহাভারতে দ্রোণাচার্য রূপে তোমাকে দেখেছি
কখনো পরশুরামের আসনে তোমায় রেখেছি
যুগের হাওয়ায় রূপান্তরিত তোমার শিক্ষাদানে
জগতে তুমি আশার দৃষ্টি দিয়েছো দুই চোখে
সৃজনশীলতা শৃঙ্খলা মোরা শিখি তোমায় দেখে
শ্রদ্ধা জাগে অন্তরে তোমার ভালোবাসা পেতে ।
শিক্ষার সীমানা বাঁধেনি তোমার কেবল পাঠক্রমে
অন্ধকারে আলো জ্বালানোর শিক্ষা তোমার দানে
শিশু থেকে মোদের যৌবনে তোমার আদর্শ প্রানে
জীবনের সব সফলতা তোমার প্রেরণার মাঝে ।
তোমার দয়াতে জীবন সফল উন্নতি মোরা করি
জীবনের সব সফলতা আজ তোমার চরণে দান করি
নতমস্তকে প্রনাম জানাই তব চরণে মোদের শিক্ষাগুরু
আশীর্বাদ থাকে যেন চিরন্তন মোদের মস্তকে
হে মোর শিক্ষাগুরু ।
******শিক্ষাগুরু প্রতি আমার শ্রদ্ধাঞ্জলী*******