রঙীন পৃথিবীতে কালো চাদরমাখা,
সবুজ ক্রন্দনরত নেই আন্তরিকতা।
কাঁটা দগদগে ক্ষত লোহিত বন্যা,
সব দেখে আজ পৃথিবীর যন্ত্রনা।
বিষের ধোঁয়া পরমানুর ফিউশন,
প্রতিক্রিয়া বিচ্ছুরণ সবুজের অবনমন।
সৃজনশীল সৃষ্টির গতিরোধ,
ক্লোরোফিলে গরলের নেই অবরোধ।
কোথাও কালো ধোঁয়া বা বৃষ্টি..,
সৃষ্টির এক ভয়ঙ্কর অনাসৃষ্টি।
নামতে হবে সবুজের সৃজনে..
অভিযান হোক সৃজনশীলতার,
সহস্র বছরের আগের আদিম মন,
অন্ন বস্ত্র বাসস্থানের সংরক্ষণ...।
সবুজ বাঁচুক বাঁচুক কিশলয় মন,
আবার ঋতু পরিচয় পাক ফিরে,
নীল আকাশের নীলাভ আভায়
সভ্যতা জাগুক সবুজের অভিযানে।