কথায় আছে ঈশ্বর তোমার মঙ্গল করুন,
সবাই ছোটে তাই ঈশ্বর খোঁজার কাজে,
কেউ পাহাড়ের এক কোনায় বসে,কেউবা
মন্দিরে,মসজিদে,গির্জার মোমবাতির আলোয়,
খোঁজ চলেছে ঈশ্বরকে পেতে ।
চারিদিকে শুধু উপঢৌকন নিয়ে মেতেছে মানুষ
ঈশ্বর কামনায় বিভোর দিবারাতি ।
পোড়ে ধূপকাঠি,ঘি,আরো কত কি
ঈশ্বর সাধনায় নেই কিছু যে
আর কোন কিছুই বাকী।
ফলের আশায় বিদগ্ধ ধনী গুনীজন
থেকে দরিদ্র ফুটপাত বাসী,
ঈশ্বরের কৃপা পাবার আশায় সবাই যে আশাবাদী।
চলে মন্ত্রপাঠ,আযান,প্রার্থনার বিধি
"ঈশ্বর"," ঈশ্বর" বলে ডাকে দিনরাত
ঈশ্বরকে বিপদের দিনে,মেলে না ঈশ্বরের দেখা
অপার তার গতিবিধি।
সবার কাছে ঈশ্বর এক বাজারের পুতুল গড়ার খেলা
কেউ করেছে তাকে ব্যবসা,কেউ মানে কাছারিতে
বাবার দেওয়া তুকতাকের গরম মসলা।
ঈশ্বর দেখবে কি রুপে যদি মন অমবস্যায়
সবার তোমার ঢাকে ।
ঈদের আজান,মন্দিরের ঘন্টা
সবই আছে,নেই শুধু ভালোবাসা ঈশ্বর কাছে।
সেবা পরম ধর্ম মনন করে জীবে প্রেম করে যেই জন
ঈশ্বর ভুলে গ্ৰন্থে না তুলে রেখে নাই বা হলে
ঈশ্বর সাধনায় ব্রতী,
ঈশ্বর নেই কোন মসজিদে,মন্দিরে
আছে শুধু মানুষের মনে,শুধু থাক
প্রেম ভালোবাসা দিয়ে ঈশ্বরের আরতি।
প্রতিটি মানুষের মনে ঈশ্বরের বাস করে ।
এসো না সব হিংসা,হানাহানি ভুলে
সেবা ধর্ম নিয়ে চলি ঈশ্বর ব্রতগামী পথ ধরে।
ধর্ম যে করেছ আপনকে পর,
যুগ যুগ ধরে ঈশ্বর তো কহে নাই।
আমি স্রেষ্ঠ আপন ধর্মবলে,
আসলে ধর্মতো মানুষ সৃষ্টি করে আপন স্বার্থবলে,
উঁচু,নিচু,জাত পাতের অন্ধত্বের ছলে,
ঈশ্বর শুধু আছেন প্রকৃতির দানে
প্রতিটি সৃষ্টির কোনায় কোনায় জীবের দেহে
মনে আপন হ্নদয়ের অন্তরে।