পাহাড় থেকে যেমন ঝর্ণার অস্থিরতা নামে,
সমতলে রোজ নামে কোলাহল !
মানুষ অক্লান্ত পরিশ্রমের পর পায় হলাহল।
তাই অনিচ্ছাকৃত হলেও
মানুষের সম্পর্ক ভুলে যায় ।
মাথা নিচু হয়,
মনে হয় ঝর্ণার কাছে ফিরে যাই,
ভাবি কাছে গেলে শান্তি সুখ সব ফিরে পাব।
হয়তো আর কোনো ইচ্ছে নেই
তাই ভাবি এইসব ভেবে কেন যাবো ?
©® সঞ্জয় কুমার মুখোপাধ্যায়