বেলা একটায় রোজ করি অপেক্ষা,
টিফিনে মনটা যদি হয় একটু হালকা
অফিসে সারাদিনের কাজ,
তারপর কত রকমের মেজাজ।
ইচ্ছে করে শুনতে-
একটু চারদেয়ালের বাইরের আওয়াজ।
ভাবি মুক্ত আকাশ দেখে বাতাসের গন্ধ নেবো,
তারপর দেখি এখন নিয়ম হয়েছে-
বেড়োলেই হাজিরায় পাঞ্চ,
মানা না মানা দেখতে গিয়ে দেখি সর্বনাশ।
নিয়মের বেড়াজালের এতো মস্ত ফাঁদ,
উচ্চপদে সব কি মাফ ?
শুধুই নীচুতলাকে দিতে হবে জবাব।
আঙ্গুলের স্পর্শগুলো মেসিনে এখন-
কিছু ইনস্ট্যান্ট আর কিছু কনস্ট্যান্ট।
না হলে রেফারি হিসাবে যে হাবিলদার,
সেতো কখন আছে গেছে নেই হিসাব।
ঘড়ি মেলানো এক গুপ্ত খাতায় মার্ক সে লেট,
তাহলে কি মহিমা সব নিয়েছে নেমপ্লেট ?
শাসন অনুশাসনের বিস্তর ফারাক,
বোঝে নি সে সবাই অবাক !
শুধুই শান্তি করছে লোপাট,
ভাবছে সিক্যুরিটি করবে ডিসিপ্লিন,
কিন্তু এতো সবটাই দেখি-
চাপরুসী করে হাজিরায় গ্যামলিং।