দুঃসময়ের প্রবাহগুলো
একে একে প্রবাহিত জীবনে।
আজ সভ্যতার লুন্ঠন পথেঘাটে,
জীবন অভিশপ্ত নির্লজ্জতার অন্ধকারে।
পৃথিবী বুকে এক অভিশাপের দ্বর্প
কালো আঁধারে সব ঢেকে..
শ্রেষ্ঠত্বের অহংকারে চূর্ণ সব জীবন,
প্রতিটি ভালোবাসা ফিরে আসে,
বুলেটের ক্ষত সৃষ্টি করে।
তবু দুঃস্বপ্নের রাত থমকে অজান্তে,
ভালোবাসার প্রদীপ টিমটিমিয়ে জ্বলে..
হৃদয়ের ঘরের এককোনে-
মনের দর্পণে দূঃসময় অবক্ষয়ের পথে,
ভোরের হাওয়া শীতলতা মনে আনে।
সকলের শুধু প্রহর গোনা-
একমুঠো সোনালী রৌদ্রের প্রতিক্ষায়,
হয়ত আর হবে না জীবনে কোনো-
তাজমহলের লুকোনো ব্যথা।
সভ্যতা পাবে পূর্ণতা,
মানব সমাজের ইতিহাসে।