মুক্তির গান বেঁধেছিলাম এক সুরে,
শৃঙ্খল বেষ্টনী ভাঙ্গবো মোরা একসাথে।
নব বাংলার স্বপ্ন স্বাধীন দেখেছিলাম মনে,
বাংলা মায়ের বীর সন্তানদের আত্মবলিদানে।
নিপিড়িত নির্যাতিত সকল দেশবাসী,
অত্যাচারী অমানুষের বিদেশি আক্রমণে।
বিদ্রোহের কুসুম ফুটেছিল মনে,
বঙ্গবন্ধুর স্বাধীনতার ডাক শুনে।
বাংলার বীরপুরুষ সব রণে ছিলো,
বাংলার মাটির গন্ধ দেহে মেখেছিলো।
নব বাংলার স্বপ্ন জাগরণে,
মুক্তি বাহিনী বন্ধু নিয়ে লড়েছিলো।
বীরদর্পে স্বাধীন দেশে সবে,
বঙ্গবন্ধুর স্বপ্ন সাথে করে চলে।
বাংলাদেশের ভবিষ্যৎ দেশের স্বপ্ন গড়ে,
আমার সোনার বাংলার স্বপ্নের জাগরণে।
কতশত বলিদান আছে মনের কোনে,
রোজ বাংলার মা সন্তানের অপেক্ষায় ঘরে,
আমি আমার মনে প্রাণে হৃদয়ের মাঝে,
ভালোবাসি আমার বাংলাদেশের মা কে।
এসো আজ সব জাতি ধর্ম নির্বিশেষে,
বিজয় দিবস করি সোনার বাংলাদেশে।
প্রেম ভালোবাসার অমর শহীদ স্মৃতি,
আমার সোনার বাংলা আমার জীবনের মাটি।