আজ কোথাও সোনালী রোদ্দুর,
কোথাও বৃষ্টির ঘনঘোর-তবে
পতাকা উত্তোলন হবে ভরপুর।
মনেপ্রাণে আমরা স্বাধীন,
গাইছি জীবনের জয়গান।
রোজ সকালে এখন প্রত্যহ দেখা-
খোলা আকাশে স্বাধীন বিহঙ্গদের উড়ে যাওয়া ।
নতুন ভাবনায়-শিক্ষায় সব উন্নয়নের পথ চলা,
মুখে বন্দেমাতরম এখন পথে ওলিগলির কথা ।
ভুলনি কিছুই এতদিন পরে..
আজ স্বাধীনতা সবখানে মনে অন্তরে বাহিরে।
জানি ভালো খারাপ সব মিলেমিশে দেশে হাঁটে,
ক্ষমতার অলিন্দে দেশপ্রেম বিভক্ত পথেঘাটে!
কফিনগুলো সিয়াচেন লাদাখে কাঁদে যন্ত্রণাতে,
অতীতের পরাধীনতার গ্লানি বইছে ধমনীতে।
তবু বিগত বলিদানের স্মৃতি হারিয়ে ফেলে-
আজও মানুষ মুক্তির বদলে রক্তের হোলি খেলে!
স্বাধীনতাকে আপন স্বার্থে পায়ে দলেমলে,
ত্রিযামার ত্রমিস্রার কুঠুরীতে রাখে ফেলে।
মনে স্বপ্ন তবু সবার,
দেশে এক নতুন স্বাধীনতা দেখবার-
স্বাধীনতা তুমি হও সোনালী রোদ্দুর ।