আশা ভাসে নিরাশার মাঝে
স্বপ্ন ভাসে ঘুমের দেশে
বাস্তবের এই কঠিন সময়ে
নিদ্রা ভাঙে মধ্যরাতে।
রোজ ভাবি আশায় ভালো দিনের
দেখবো নতুন জগত মাঝে
দুর্দিনের আজ অন্য হবে
উড়বে সুখের পায়রা মনের কাছে।
বঞ্চনা আর মেকি যত আলাপ
অন্য হবে সমাজ মুখে
মনের দহন জ্বালা নেভে
তোমার সফল হবার সাথে।
ক্লান্ত আমি ভ্রান্ত পথে
দিক দিশা সব ধূলায় মিশে
একটু তোমার ভালোবাসায়
মনের ক্ষতে প্রলেপ লাগায়।
মিথ্যা অহং মিথ্যা দম্ভ
জীবন নিয়ে খেলা করে
মুক্তির মনে শুদ্ধ চেতন
হোক না শুধু জীবন পথে।