যদি এক রঙে সবাইকে দেখি-
তাহলে এখন সব রঙ দেখবো লাল।
ভাঙাগড়া খেলায় চলছে ঘুঁটি সাজানোর আকাল,
কোথায় কত নীল সবুজ পাতার হিসাব কুফল।
#
কেউ দেখে না আগে পিছু,
আগেই ফলাফল- হোক সফল না হোক অসফল
প্রশ্ন করি নিজেকে কতটা আগে পিছু ?
#
দেখি সব শেষ সবাই এগিয়ে আগে,ষ
আমি পড়ে আছি সবচেয়ে আগে পিছু।