অধরা রাত,
একাকিত্বের দহন..।
রজনীর নিষিদ্ধ প্রেম,
লোমকূপ মেটাবে স্নান,
তৃষ্ণার্ত রূপে আগুনের সন্তরণ।
শতাব্দীর ভালোবাসা,
মনের আগুন দিশেহারা...।
মুছে দেবে ক্ষনিকের বিশ্বাসের,
অপহরণে আত্মসমর্পন প্রেমের,
অপমানের প্রতিশোধের অভিসারে।
মনের ভূমিকম্প স্থীতিশীল,
আক্ষেপ শুধু অনুশোচনাতে...।
দিগন্তের অর্ক গমনের পথে,
হয়তো নতুন অর্কের আলো,
আনবে নতুন বোধদয়ের সকাল।