#লিমেরিক

দিনের শেষে নতুন করে তোকে একটু দেখা,
তোর একটুকু হাসি নিয়ে প্রত‍্যহ ভাসতে থাকা।

মন ছুঁয়েছি প্রাণ ছুঁয়ে দেই ,
তোর স্বপ্নগুলো মনের লেখা ব‌ই।

চিরকাল প্রেম ছাড়া তোকে দেবার কিছু নেই।