প্রথম লেখাটা ঠিক কেমন হওয়া উচিত ?
যখন ভাবছি এইসব....
তখন ভাষা দিবসে শুরু হলো ভাষার মন্থন।
তাই বলি,
জীবনে ভাষাহীন হবো না কখনই।
জানি কখনো ভাষা কষ্ট দেয় ,
কখনো এক লহমায় সব ভুলিয়েও দেয় !
তবে সীমারেখায় থাকলে শুধুই ভালোবাসা পায় ।
আর অতিক্রম করলে...
শুধুই আগুন ঝরায় !
কিন্তু,
আমি শুধু অপেক্ষায় থাকি বৃষ্টিতে ভেজার।
আর রক্তে নয়,বুলেটের ক্ষততে নয়,
বিপ্লবে নয় ,
জাতপাতের অলিন্দে নয় !
চিনতে হবে ভাষায় সাদা কালোর সুক্ষ্ম ফারাক,
ইতিহাস সাক্ষী
আমার ভাষা চিরকালই নির্ভীক।
©® সংরক্ষিত