রোজ স্বপ্ন দেখি সবকিছু হারাবার,
নিজের মনের মাঝে প্রশ্ন জাগে বারবার।
অজানা ভয় মনে লুকিয়ে থাকে,
রাতে স্বপ্নের মাঝে উঁকি মারে।
মনের কালো মেঘের আড়ালে ভয় গর্জায়,
হঠাৎ অশনি সংকেত মনকে ভয় দেখায়।
নিজের অবচেতন মনের সব হারায়,
শেষমেষ যে যার ভয়ের কাছে ফিরে যায়।
সবাই কত সাহস জোগায়,
মন তবু সাহস খুঁজে না পায়।
যার যা মনের ভয় বটবৃক্ষের শেকড় গজায়,
শেষমেষ যে যার ভয়ের কাছে ফিরে যায়।
ভয় অন্ধকারে কিম্বা দিবালোকে মনকে কাঁপায়,
অজানা কথা অজানা কাজ রোজ মনকে কাঁদায়।
রোজ ভয়কে ডাকে মনকে নাড়ায়,
শেষমেষ যে যার ভয়ের কাছে ফিরে যায়।