ও ভাবে আর দিও না ডাক,
বসন্ত এখন ঋতুমতী।
তোমার ডাকে আমি বাউন্ডুলে আজ,
তোমার মনের মাঝে যেমন শুনি-
মোহনবাঁশির আওয়াজ।
ঝরাপাতা শুকনো যত পড়ে,
ঝরে গিয়ে নতুন এখন তোমার মনে-
নব উন্মাদনায় কত সাজ ।
বসন্ত এখন ঋতুমতী,
জানি দিয়েছে আরেক ঋতুমতীকে ডাক-
পেতেছে কোল দিয়েছে মনে হিন্দোল আরেক।
সবুজ ছুঁইয়ে শিখিয়েছে নতুন করে বাঁচা,
শুধু মধুমাসে বিলিয়ে দিতে এক শিহরণ-
আমি জানি-
আমার কাজ শুধুই মধুমাসে ঋতুর রূপায়ণ;
কারণ আজ যে বসন্ত ঋতুমতী।
এসো হে বসন্ত আমার জীবন প্রাণে,
ঋতুমতীর প্রেমের ডাকে প্রকৃতির মাঝে।