শতাব্দীর ইতিহাস ডুবে আছে,
দিগন্তের সূর্য ডোবে সমর্পণের সাথে।
কত আনন্দ দুঃখ বেদনার মাঝে,
সমর্পিত মন রোজ রাতে কাঁদে।
দেহ মন ভালোবাসা সমর্পিত ছিলো,
আনন্দ দুঃখ সব মনের মৌচাকে।
জীবন কত রাতে স্বপ্নের ডানা মেলে উড়ে,
ভোরের আকাশ রোজ নতুন আকাশ দেখে,
সমর্পিত দেহ মনের লজ্জা নিবারণ করে।
কেউ প্রকৃত সমর্পণের ভালোবাসা না বোঝে,
শুধু লোভ লালসা আনন্দের সমারোহ দেখে।
ভালোবাসার রাত রোজ সেই স্বপ্নের মালা গাঁথে,
রাতের গোলাপ জুঁইয়ের মালা গন্ধ ছড়ায়।
আতরের গন্ধে মন মাতোয়ারা হয়,
জীবন সমর্পনের বিশ্বাসঘাতকতা প্রত্যহ দেখে।
সমর্পণের আগুন প্রদক্ষিনের পরে মিথ্যা বলে,
শৈশবের সমর্পিত লালন বৃদ্ধাশ্রমের পথ দেখে।
একদিন হয়ত কেউ বুঝবে সমর্পণের মানে,
যেদিন গ্রহণের পরে আবার নতুন সূর্য উঠে।