আত্মপ্রচারে দেখি ছবির বাহার,
ব্যবসার ফাঁদে জুরি মেলা ভার।
পতনের ভয়ে আত্মহারার অবক্ষয়,
ভেবেছে ভাঙবে না তাই মচকায়।
স্থান কাল পাত্রের নেই তার গুণ,
এবার সময় হয়েছে জ্বলবে আগুন।
ভেবেছিলে ক্ষমতা শুধু-
তোমার অলিন্দে প্রবাহমান।
আপন সম্পদ শুধু আত্মকেন্দ্রিক প্রাণ,
জেনো ক্ষমতা জন্মে মানুষের দানে,
ভালোবাসার ছোঁয়ায় আর অনুদানে।
নিজ মুখে যে আপন করে জয়গান,
কতশত দেখেছে তার বিসর্জন।