অসাধারণ অপ্রতিরোধ্য আমি..
তোমার স্বপ্নের কাছে দৃর্বার আমার গতি।
বিশ্বে তুমি শ্রেষ্ঠ আমার চোখে,
প্রেমের আগুনে পুড়ে চাই সোনা হয়ে
জন্ম নিতে ।
দূরত্বের এখনও অসম্পূর্ণতা,
আকাশস্থলের অপ্রয়োজনীতা।
ছিল না আগের প্রেম সত্য,
মনের রং ছিলো না অর্জিত।
ভাবনায় ছিলে তুমি আমার,
এখন নন্দনকানন।
মনের পথ বন্ধ না হয়,সময় যে অল্প,
হবে না তো আমাদের অসম্পূর্ণ গল্প ?
গন্ধের সংঘর্ষে অন্য ছিলো নাম,
যেখানে তুমি অর্ধেক মনে,
সমাপ্তির অসমাপ্ত গল্প ..
একমাত্র অর্ধেক গল্প ।
লিখি কেন চাঁদ সূর্য সব....
শুধুই কেবলমাত্র অর্ধেক গল্প।
তাই তোমার হাসি দেখছি,
তোমার গন্ধ মেখেছি মনে,
দুরত্ব ছিলো... অজান্তে,
এখন মনে গোলাপের মতো
পাপড়ি মেলো।