মানুষ তার মস্তকের উচ্চতা মাপতে চায় !
কিন্তু মাথা তুলে দাঁড়াতে ভুলে যায়।
বিশ্বাসের জমি মাড়িয়ে দেয় ,
অথচ অবিশ্বাসের অলিন্দে দাঁড়িয়ে ধর্না দেয়।
ওরা ভাবে -
পৃথিবীতে দৈর্ঘ্য প্রস্থের মাপ সব সমান,
যা তার জীবন প্রবাহে প্রবাহমান।
সে আগ্নেয় অস্তিত্বে গা ভাসায়,
ভুলে যায় তার জমি কোনো যুদ্ধের ভূমি নয়।
জিঘাংসার বলি নয় ছিনিয়ে নেবার,
শুধুই সে আর তার জমি আসলে...
বিশ্বাসের উপর দাঁড়ানো এক ভিত্তিপ্রস্তর।