মনে পড়ছে অতীতের একটা সময়,
যখন সবার বুকের বামদিক প্রাধান্য পায়।
আসলে ওটা ভালোবাসবার স্থান,
যেখানে অক্সিজেন বয়ে আনে বিশুদ্ধ প্রেম !
অতীতে সবার মনে আলোড়ন উঠেছিল,
হাত মুষ্ঠিবদ্ধ করে একসাথে পথে হেঁটেছিলাম।
গড়ে তুলেছিলাম এক বিশাল জনশক্তি,
ভুল হলেও স্বীকারোক্তি ছিল,ছিল সংশোধন ।
তারপর আস্তে আস্তে ডানদিক আধিপত্য নেয়,
অবশ্যই কিছু ভুল ছিল ভাবনায় !
এখন অনেকটা চলার পথ পার করে,
সবাই দেখছে কিছু ডানাকাটা পাখির জীবন।
খাঁচা আর গরাদ নতুন কিছু নয়,
নিজ মুখে কমবেশি যারা স্বাধীন,তারাই দেখেছে।
সমষ্টিগত বলে কিছু ভাবলেই ইদানিং পাচ্ছি ভয়,
ভাবছি হয় গারদ না, হলে আইসোলেশনে যেতে হয় !
আমিও এখন তাই ভাবছি,
গণতন্ত্র,প্রজাতন্ত্র নতুন সংজ্ঞা আনছে নিঃশব্দে,
একটা সংক্রমনের শেষদিনে
মানুষ সবকিছু নতুন করে চিনবে মনেপ্রাণে।