আত্মগরিমা ইতিকথা রাময়ণ মহাভারতের পাতায় লেখা
নিজ অহংকার ঠিক যেন কাকের ময়ূর হবার স্বপ্ন দেখা।
আপন গুণের গরিমা অপরের মুখে যথার্থ শোনায়
নিজ গর্বের পদস্খলন কত দেখি ইতিহাসের পাতায় পাতায় ।
আত্মগরিমা জগতে সমষ্টিগত ভালো
দেশের ভালো, দশের ভালো
এককের হয় নিছক আলোর মাঝে অন্ধকারের কালো।
মুক্ত বায়ু, মুক্ত সূর্য চন্দ্র তারা আকাশ ভরা
দেখি না আত্মগরিমার অহংকারে ভরা
দিনের শেষে ঘুমের দেশে
আত্মগরিমা অস্ত যায় অবশেষে।
আত্মগরিমায় আজ কালিমালিপ্ত ভালোবাসায়
করে আত্মার চির অবক্ষয়।
আত্মগরিমা থাকা ভালো আত্মসহনশীলতায়ে
আপন অহংকার পরিত্যার্যের বিনিময়ে ।