হাতের কালি ভোটের মালি ,
ক্ষমতা দিয়েছে জলাঞ্জলি।
প্রহসনের রাজনীতি আজ,
খেলছে রক্তের হোলি।
ব্যালট বাক্সের কাগজগুলো
প্রতিবাদ শূন্য পথে হাঁটে,
মানুষের জীবনগুলো..
অবক্ষয়ের সূচনা দেখে।
গনতন্ত্রের শুনেছি নিনাদ,
ভোটের লালীমাতে গুনছে প্রমাদ।
অশ্রুশিক্ত নয়নে সবাই..
রঙ বদলের খেলা দেখে।
অধিকারের বেচাকেনা..
মানুষ দেখে প্রবঞ্চনা।
কবে হবে সত্যি সবল,
ব্যালটের প্রয়োগ জীবনে সফল।