দূর গগনের উপর থেকে তিক্ষ্ণ নজর রাখা
উজান ভরা বজ্রসম মেঘের সাথে ভাসা ।
কখন পর্বতের ওই উঁচু টিলায় চলে নজরদারি
এক লহমায় বিদ্যুৎসম শিকার বন্দী করা।
চুপিসারে ছোবল মেরে ছিনিয়ে নিয়ে যাওয়া
পক্ষী মাঝে ঈগলের সিংহাসনে বসা ।
শানিত দৃষ্টি ভয়াল থাবার ভয়ে সব সমীহ করে
সন্মানের ইতিহাসে ঈগল নিজের স্থাপত্য গড়ে।