সত্য মিথ্যার উপর অনেকটা জীবন অতিক্রান্ত,
বাকিটা এবার অবুঝ হয়ে থাকবো।

শুধুই ভবিষ্যৎ দেখব !

আগে সবাই পাশাপাশি ছিলাম এক পথের পথিক।
মনে আগুন জ্বলছিলো অনেকবার পুড়ে‌ও গিয়েছিলাম,
আমার আমার সাথে অনেকেই পুড়েছিলো।
                 সবাই সঙ্গী ছিলাম এক‌ই পথের,
তাই একসাথে হাঁটছিলাম।
জলসা বসতো, মিটিং মিছিল তো ছিলোই
                আর মাঝে মাঝে ভূয়ো শোকসভা।
তবে সবটাই ক্ষমতার অলিন্দে নিজেদের গুছিয়ে নেওয়া,
বড় হতে গেলে এখন একটু তো বুলেট ছুঁড়তে -
মানুষ মারতে হবেই ।
এখন সব শেষ বাকি জীবনটা সবাইকে ভুলে অবুঝ হয়ে থাকবো।

শুধুই ভবিষ্যৎ দেখব !

আর বিদেশ ভ্রমণ ওখানে টাকা দেখার লোভ নেই,
সবার মত এই জীবনে এক‌ই ভাবনা নিয়ে কাটাবো না বাকি জীবন।
ওদের মতন রঙ নিয়ে খেলবো না
জীবন নিয়ে মাতবো না,
বলবো চাই না এই ক্ষমতার অলিন্দে নিজের প্রতিস্থাপন।