ছুটির দিনে ভোরে কলিং বেলের টোন,
বিছানায় যাওবা একটু করেছিলাম নিদ্রা যাপন-
কিছুটা কম্বলের নিচে শীতের পরশে আন্তগোপন,
সেটাও মাটি যখন দেখি হঠাৎ রান্নাঘরে ভুকম্পন !
বাড়িতে এটা নেই ওটা নেই,
দেখি আজ রান্নার মাসী বিলাসীর কাজে আসা নেই।
শেষমেষ আপন হাতে বাসন আর রান্নার বই,
ক্ষণিকের বৃথা চেষ্টা মিছে পন্ডশ্রম-
অগত্যা অনিচ্ছায় স্বত্ত্বেও অরন্ধনে রই !
কষ্ট হলো বেশ নিদারুণ,
কাটলো সংকটময় দিনযাপন।
পরের দিন সকালে আবার কলিং বেলের টোন-
দেখি দরজায় দাঁড়িয়ে বিলাসীর মেয়ে নয়ন।
গতকাল রাতে হঠাৎ বুকে সাড়াশব্দ নেই,
তারপর বলে ওর মা বিলাশী আর নেই।
শুধু যাবার আগে বলে গেছে তার দুদিন কামাই,
তাই শেষ ইচ্ছে একটাই-
তার মেয়ে নয়ন যেন করে রান্না ঘরের ভরপাই।