দূনিয়ার যত আজব দেশ
সেজেছে সব রণের বেশ,
কার কতটুকু আছে সোনা
তাই দিয়ে গড়বে বোমা ।
আগুন জ্বালাবে অন্য দেশে
উজিরদের মত অবশেষে।
নেই খাবারের বিন্দুমাত্র লেশ,
শীতে রাতে ক্ষুধার্ত মানুষ রাস্তায় শুয়ে
আগুনের তাপের পরশ নিয়ে
কাঁদে সব অভুক্ত জনগণের পাপী পেট।
নেই চিন্তা কোন দেশের রাজার
বারোটা বেজেছে সব ছন্নছাড়ার
দেশের মানুষ সব চুলোয় যাক
আমরা দেশের ভাগ্য বিবেক ।
সোনার ফসল নাই বা দিলেম
নাই বা পারি দিতে দুবেলার
রুটি,কাপড় বাসা ।
মনে আছে চাচা আপন প্রাণ বাঁচা
আপন জীবন হরিৎ কাগজে ভরা।
দূরে অন্ধকারে রোজ সব কাঁদে
এখানে বাঁশ বোন তাই শেয়াল রাজা ।