তুমি এসেছিলে আজ ভোররাতে
মধুর চেতনা নিয়ে এই অবচেতন মনে।
ঘুমের দেশে কেউ ছিল না আমার পাশে
একা চলে গেলে তোমার যাবার পথে।
যাবার সময় দাঁড়াও মনে বারেবারে
স্বপ্নে আমার মন ভরে আনন্দ সমাগমে।
কখনো মন ক্রন্দনরত তোমার করুণ আঘাতে
বারবার মনে খালি উঠিবার তাড়া জাগে।
ঘুমিয়ে উঠি যখন তোমায় দেখিবারে
তোমার বিদায় তখন ঘুম ভাঙ্গার সাথে।
অপেক্ষায় থাকি তোমার সুন্দর রূপ দেখিবারে
তুমি বলো আসবো ফিরে আবার
কোন এক প্রভাতের সাথে।