যা কিছু বুঝি নাই –তাই
থেকে যায় অসমাপ্ত অজানার মাঝ দরিযায়।
মনের অন্তরে মন, কথার মধ্যে কথা,
না জানা যায় যেমন ঘন কুয়াশায় ।
রহস্যের ও কাহিনী থাকে
বসন্তের কথা আগাম বর্ষায় বলে যায়,
বলে যায় আবার
ফিরবো আমি-
যখন শুনবে আমার গান
তখন বুঝবে আমার প্রাণ
তখনি ফিরবো আসবো
এই প্রিয় সংসারে ।
শ্রী সঞ্জয় কুমার মুখোপাধ্যায়
http://sanjukolm.blogspot.in/
কলিকাতা
৯৮৩১৮৪০১৯৬